স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন শুরু হলো, দেখুন আবেদন পদ্ধতি

Published By: MD 360 NEWS | Updated:
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রত্যেক রাজ্য বাসীর দরজায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার স্বাস্থ্য সাথী কার্ডটি চালু করেন।। যে সমস্ত পরিবারে স্বাস্থ্য সাথী কার্ডটি থাকবে তারা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করার জন্য ৫ লক্ষ টাকা পাবেন। স্বাস্থ্য সাথী কার্ডে(Sawasthya Sathi Card) থাকা পরিবার পিছু ৫ লক্ষ টাকা দিয়ে সরকারি কিংবা বেসরকারি হসপিটালে চিকিৎসা করা যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্বাস্থ্য সাথী কার্ডে অনলাইন অফলাইনে দুই ভাবেই আবেদন পদ্ধতি চালু হলো। আপনি খুব সহজেই এখন স্বাস্থ্য সাথী কার্ডে আপনার নাম নথিভুক্ত করতে পারবেন অনলাইনে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন ডকুমেন্টসঃ

১) আধার কার্ড।
২) খাদ্য সাথী রেশন কার্ড।
৩) মোবাইল নাম্বার।

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন ( Swasthya Sathi Card Online Apply)

১) প্রথমে আপনাকে Swasthya Sathi Card এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া হলো

২) এরপর Apply Online থেকে ONLINE APPLICATION FOR SWASTHYA SATHI এখানে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে মোবাইল দিয়ে লগইন করুন।
৪) এরপর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার বসিয়ে দিন।
৫) যাদের যাদের নাম কার্ডে লিংক করতে চান পরিবারের এক এক করে পরিবারের সকল নাম যুক্ত করুন।
৬) সব ঠিক ঠাক থাকলে সাবমিট করুন।
৭) এরপর একটি Successfully Registration নাম্বার পেয়ে যাবেন তা দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন।

Swasthya Sathi Online Apply Link:- Apply

Swasthya Sathi Website Link:- Click

স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন ভিডিওঃ- দেখুন ভিডিওটি

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক 

বিঃদ্রঃ- Md 360 News পোর্টাল আপনাদেরকে সদা সর্বদা নির্ভুল খবর দিয়ে থাকে। রাজ্য বা কেন্দ্র, দেশ কিংবা বিদেশের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট ও খবর সবার আগে দেখুন Md 360 News পোর্টালে। তবে মনে রাখবেন, Md 360 News পোর্টাল কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, তা সহজ সরল ভাষায় Md 360 News পোর্টালে আর্টিকেল আকারে তুলে ধরে থাকি। যাতে আপনারা সহজেই পশ্চিমবঙ্গের বিশ্বস্ত পোর্টালের(Md 360 News) মাধ্যমে, তা হাতের গোড়ায় পেয়ে থাকেন।
About Author