টেক টিপস

রেশন কার্ড যেকোনো ভুল সংশোধন ১ মিনিটে অনলাইন ডকুমেন্টস ছাড়াই! আজ থেকে নতুন পদ্ধতি চালু দেখুন!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রেশন কার্ড ভুল সংশোধন নতুন পদ্ধতি চালু হলো। আর যেতে হবে না খাদ্য দপ্তর অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে। শুধু তাই নয়! আবেদন করার পর অপেক্ষা করতে হবে না 7 দিন কিংবা 10 দিন। আবেদন করার সাথে সাথেই আপনার রেশন কার্ড সংশোধন হয়ে যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

হ্যাঁ একদম ঠিকই পড়েছেন, রেশন কার্ডে নাম, বাবা/স্বামী/মায়ের নাম, জন্ম তারিখ, লিঙ্গ কিংবা ঠিকানা যদি ভুল থাকে কিংবা পরিবর্তন করতে হয়। তাহলে এখন নতুন পদ্ধতিতে ১ মিনিট ও সময় লাগবে না পরিবর্তন করতে। রেশন কার্ড আপডেট করার সাথে সাথে নতুন রেশন কার্ড ডাউনলোড করলে, সেখানে দেখতে পারবেন সমস্ত সঠিক আপডেট ডিটেইলস।

তাহলে অপেক্ষা কেন? যদি রেশন কার্ডে কোনো কিছু পরিবর্তন করতে হয়,তাহলে দেখে নিন আজকের প্রতিবেদনে কিভাবে তা সংশোধন করবেন। আর এরজন্য দরকার পরবে শুধুমাত্র আধার কার্ড নাম্বার। আর কোনো ডকুমেন্টস ও আপলোড করতে হবে না আপনাকে আবেদন করার সময়। এই সমস্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে।

রেশন কার্ড ভুল সংশোধন অনলাইনে / Ration Card Correction Online Instant 2024 New Update

১) প্রথমে আপনাকে food.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর RATION CARD লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Rectify Name Age & Gender As Per Aadhaar এই অপশনে ক্লিক করুন।
৪) পরবর্তী ধাপে কার রেশন কার্ড সংশোধন করতে চান,তার রেশন কার্ড নাম্বার উল্লেখ করে সার্চে(Search) ক্লিক করুন।
৫) এরপর নিচে Name, DOB,Age,Address, Guardian Name পরিবর্তন করার অপশন চলে আসবে। আপনি যা যা পরিবর্তন করতে চান,সেই বক্সে টিক মার্ক দিন। এরপর নিচের বক্সে টিক মার্ক দিয়ে Send OTP তে ক্লিক করুন।

 
৬) আপনার আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বারে OTP আসবে, তা উল্লেখ করে দিন।
৭) এরপর আধার কার্ডের তথ্য চলে আসবে, তা দেখে নেওয়ার পর Verify & Submit এ ক্লিক করুন।
৮) আপনি এখন যা যা পরিবর্তন করতে চান, তা সঠিক উল্লেখ করে দিয়ে সাবমিট করলেই রেশন কার্ড সংশোধন হয়ে যাবে।

৯) এখন আপনি রেশন কার্ড ডাউনলোড করে দেখে নিন।

Ration Card Correction Online Instant 2024 West Bengal:- Apply 

Website Link:- Click 

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের অফিসিয়াল WhatsApp Group এ জয়েন্ট করুন: Join Now

Related Articles

Back to top button