চাকরি

রাজ্যে বিডিও অফিসে কর্মী নিয়োগ লিখিত পরীক্ষা ছাড়াই 2024! সুপারভাইজার ও অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট পদ, দেখুন আবেদন পদ্ধতি?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গ সরকারের সমষ্টি উন্নয়ন আধিকারিকর করণ থেকে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট ও সুপারভাইজার পদে রাজ্যের যোগ্য প্রার্থীকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিয়োগ করা হবে Assistant Accountant PM-POSHAN ও সুপারভাইজার পদে। আজকের প্রতিবেদনে দেখে নিন উক্ত পদের আবেদন পদ্ধতি কি রয়েছে? আবেদন করার জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে কিংবা বয়স বা বেতন কত রয়েছে? বিস্তারিত ভালো ভাবে দেখে নিন আজকের প্রতিবেদনে।

Assistant Accountant ও সুপারভাইজার পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে, সর্বোচ্চ 63 বছর বয়সের মধ্যে। আর আবেদনকারী প্রার্থীদের বয়স হিসেব করা হবে 10/07/2024 তারিখ অনুযায়ী।

Assistant Accountant ও সুপারভাইজার পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত টাকা করে রয়েছে? পশ্চিমবঙ্গ সরকারের সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, কর্মরত চাকরি প্রার্থীদের Assistant Accountant পদে মাসিক বেতন থাকবে 11 হাজার টাকা করে। আর সুপারভাইজার পদে মাসিক বেতন থাকবে 10 হাজার টাকা করে।

Assistant Accountant ও সুপারভাইজার পদে আবেদন করার জন্য কোন রকম শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে যে Retired Govt. Enployee / Retired Teacher এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন ডাইনলোড করে দেখে নিন।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন পত্র সংগ্রহ করে তা সঠিকভাবে ফিলাপ করুন। এরপর সংশ্লিষ্ট নথি সহ নোটিশে উল্লেখিত বিডিও অফিসে জমা করতে হবে 25/07/2024 তারিখের মধ্যে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ভালো ভাবে যোগ্যতার মানদণ্ড দেখে নিয়ে আবেদন করুন।

West Bengal New Job Notification from BDO Office Assistant Accountant: Download

West Bengal New Job Notification from BDO Office Supervisor: Download

Website Link:- Click

Khalek Rahaman

বিগত প্রায় আট বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে এমএ। তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট(চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) তাঁর নখদর্পণে রাখার চেষ্টা জারি আছে।

Related Articles

Back to top button