Aadhaar(Beta) New App 2025: আধার নতুন অ্যাপ – আধার ডাউনলোড OTP ছাড়াই,আধার মোবাইল নাম্বার লিংক বাড়িতে বসে? দেখুন

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আধার কার্ডের নতুন অ্যাপলিকেশন (Aadhar Card New App) চালু হলো। এখন নতুন আধার অ্যাপ (Aadhar New App) থেকে আধারের বিভিন্ন আপডেটের কাজ গুলো করতে পারবেন। এরজন্য আর আধার সেন্টারে কিংবা আধার আপডেট সেভা কেন্দ্রে যেতে হবে না। আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক ছাড়াই আধার কার্ড ডাউনলোড (Aadhar Card Download Without OTP) করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কয়েকদিন আগে এক ইন্টারভিউ-এ আধারের CEO জানিয়ে দিয়েছিলেন, আধার কার্ডের নতুন অ্যাপলিকেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যার কাজ ইতিমধ্যেই চলছে। যেখান থেকে আধার কার্ডের মোবাইল নাম্বার আপডেট, আধার কার্ডের ঠিকানা পরিবর্তন এর পাশাপাশি আধার কার্ডের মোবাইল নাম্বার লিংক করতে পারবেন। এছাড়াও আধার কার্ড ডাউনলোড ও করতে পারবেন কোনোরকম OTP ছাড়াই। আর ইতিমধ্যেই চালু হলো সেই নতুন আধার অ্যাপ। আজকের প্রতিবেদনে দেখে নিন, আধার কার্ডের নতুন অ্যাপ কিভাবে ডাউনলোড (Aadhar Card New App Download) করবেন ও কিভাবে ব্যবহার করবেন? বিস্তারিত ধাপে ধাপে জানিয়ে দেওয়া হয়েছে আজকের প্রতিবেদনের মধ্যে।

আধার কার্ডের নতুন অ্যাপের মাধ্যমে, আধার ফেস অথেনটিকেশন (Aadhar Face Authentication) এর সাহায্য আমরা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করতে পারবো, আধার কার্ড ডাউনলোড করতে পারবো, এছাড়াও আধার কার্ডের বিভিন্ন সংশোধন বা আপডেট করে নিতে পারবো। তবে বর্তমানে আধার কার্ডের নতুন অ্যাপটি বেটা (Aadhar New App Beta) ভার্সনে রয়েছে, অর্থাৎ সকল আপডেটের কাজগুলো চলছে। আর সম্পূর্ণ হয়ে গেলে আমরা সহজেই আধার নতুন অ্যাপ থেকে বাকি সকল সুবিধা নিতে পারবো। তবে বর্তমানে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, কোনো রকম OTP বা আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক ছাড়াই। আধার কার্ডের এই সুবিধা পেতে দুটো অ্যাপ ডাউনলোড করতে হবে, একটি Aadhar New App আর একটি Aadhar Face Rd অ্যাপটি।

আধার ফেস অথেনটিকেশন (Aadhaar Face Rd) অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন?

১) প্রথমে মোবাইল ফোনের প্লে স্টোরে আসুন। নিচের লিংকে ক্লিক করের সরাসরি অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

২) এরপর প্লে স্টোরে সার্চ করুন Aadhaar Face Rd লিখে, প্রথমেই পেয়ে যাবেন অ্যাপটি।

৩) এরপর দেখে নিন Unique ldentification Authority of India লেখা রয়েছে কিনা Aadhaar Face Rd অ্যাপের নিচে।

৪) এরপর Aadhaar Face Rd App টি ডাউনলোড করুন। ডাউনলোড করার পর Aadhaar Face Rd অ্যাপটি মোবাইলে দেখতে পারবেন না। তবে সমস্যা নেই। এরপর নতুন আধার অ্যাপটি ডাউনলোড করুন।

Aadhaar Face Rd App Download Link:Download Now

আধার নতুন অ্যাপটি -Aadhaar-(Beta) কিভাবে ডাউনলোড করবেন, দেখুন সম্পূর্ণ পদ্ধতি –

১) প্রথমে মোবাইল ফোনের প্লে স্টোরে আসুন। এরপর সার্চ করুন Aadhaar লিখে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি আধার নতুন অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

২) এরপর Aadhaar নতুন অ্যাপটি ডাউনলোড করুন। আর অবশ্যই Unique ldentification Authority of India এই লেখাটি নিচে দেখে নিবেন।

৩) আধার অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে, ওপেন করুন। এরপর পারমিশন গুলো Allow করে দিন।

৪) এরপর আধার কার্ড নাম্বার উল্লেখ করে লগইন করুন। এরপর মোবাইল নাম্বার যেকোনো একটি Verify করুন ও Face অথেনটিকেশন সম্পন্ন করুন ও একটি পছন্দ মতো Pin সেট করুন।

৫) এরপর আধার কার্ডের তথ্য দেখতে পারবেন। এছাড়াও নিচে শেয়ারে ক্লিক করে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন OTP ছাড়াই। এছাড়াও বিভিন্ন আপডেট চালু হলেই এই আধার নতুন অ্যাপ থেকে তা করতে পারবেন।

Aadhaar (Beta) New App Download Link:- Download Now