আধার কার্ড ভুল সংশোধন অনলাইনে মোবাইল App এ, নতুন ভাবে দেখুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আধার কার্ড এমনি একটি ডকুমেন্টস যা প্রতিটি কাজে দরকার পরে।কিন্তু যদি আমাদের সেই আধার কার্ড এই ভুল থাকে তাহলে কেমনে চলে! আজকে আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আপনি অনলাইনে বাড়িতে বসে মোবাইল দিয়ে আপনার আধার কার্ড সংশোধন করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নাম,ঠিকানা, বাবার নাম, স্বামীর নাম, বয়স ইত্যাদি সংশোধন বা আপডেট কিংবা পরিবর্তন করতে পারবেন মোবাইল দিয়েই কয়েক মিনিটের মধ্যে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

আপনি দুই ভাবে আধার কার্ড সংশোধন করতে পারবেন। এক মোবাইল App দিয়ে কিংবা Aadhaar Card Website থেকেও। নিম্নে আমরা আধার কার্ড Mobile App থেকে কিভাবে সংশোধন করবেন তা আলোচনা করলাম।

Aadhaar Card Correction Online:-

১) প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে mAadhaar App টি ডাউনলোড করে নিতে হবে।

২) এরপর App টি ওপেন করুন মোবাইল নাম্বার বসিয়ে।

৩) এরপর আপনার সামনে App এর Dashboard চলে আসবে।

৪) এখানে আপনি আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, আধার কার্ড ভেরিফাই করতে পারবেন, আধার কার্ড সংশোধন করতে পারবেন।

৫) উপরে Register My Aadhaar এ ক্লিক করে ৪ সংখ্যার পাসওয়ার্ড সেট করুন।

৬) এরপর পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার ও ক্যাপচার কোর্ড বসিয়ে দিয়ে লগইন করুন।

৭) পরবর্তী পেজে আধার কার্ড সংশোধন অপশনে ক্লিক করে আধার কার্ড সংশোধন করুন।

৮) এছাড়াও দেখতে পারবেন আপনার আধার কার্ড কোন কোন ব্যাঙ্কের সাথে লিংক রয়েছে।

App Download Link:- Click

ভিডিও এর মাধ্যমে জানতে এখানে ক্লিক করুনঃ- দেখুন 

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক