ইন্ডিয়ান আর্মি ফর্ম ফিলাপ কবে কোন জেলায় দেখুন তারিখ
অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনায় অনলাইন আবেদন শুরু হয়েছে। ইতিমধ্যেই Indian Army তে অনলাইনে আবেদন ফর্ম জমা নেওয়া হচ্ছে। ইচ্ছুক প্রার্থীরা এখানে অষ্টম শ্রেণি পাশে কিংবা মাধ্যমিক পাশে অথবা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন।
তবে একসঙ্গে সমস্ত রাজ্যে কিংবা সমস্ত জেলায় অনলাইন আবেদন শুরু হয়নি। এখনাে ভাগ ভাগ করে রেলি ও ফর্ম ফিলাপ এর তারিখ দেওয়া হয়েছে। আপনাদের জেলায় কবে ও কোন তারিখ থেকে Indian Army ফর্ম ফিলাপ শুরু হবে তা দেখে নিন।
Indian Army Rally State ভিত্তিক তারিখঃ-
১) প্রথমে আপনাকে Indian Army এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Agnipath অপশনে ক্লিক করুন।
৩) এরপর অনলাইন আবেদন করার জন্য Apply Online এ ক্লিক করতে হবে, আর কোন জেলায় কবে ফর্ম ফিলাপ ও Rally তা দেখার জন্য Rally Programme এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে আপনার রাজ্যের নাম সিলেক্ট করুন ও জেলার নাম সিলেক্ট করে সার্চ করুন।
৫) নিচে চলে আসবে যদি সেই জেলায় রেলি ও ফর্ম ফিলাপ শুরু হয়েছে। তবে কবে থেকে তার তারিখ সবকিছু।
৬) Army Form Fill Up Notification Download করার জন্য Rally Notification এ ক্লিক করে ডাউনলোড করুন।
West Bengal Rally Notification Download Link:-
All India Rally Notification Download Link:- Download
Website Link:- Apply
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক