চাকরি

অষ্টম শ্রেণি পাশে চাকরি পরীক্ষা ছাড়াই নিয়োগ,১৬ হাজার টাকা মাসে

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক( Employment Bank) এর অফিসিয়াল ওয়েবসাইটে নতুন চাকরি নোটিশ প্রকাশিত হলো। অষ্টম শ্রেণি পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাশ সবাই আবেদন করতে পারবেন এই পদে।যেকোনো জায়গা থেকে ইচ্ছুক প্রার্থীরা আবেদন এর যোগ্য। কিভাবে আবেদন করতে হবে? যোগ্যতা, বয়স,বেতন, নিয়োগ কোথায় করা হবে,বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– ELASTIC RUN কোম্পানিতে Delivery Boy নিয়োগ(Delivery Boy Job 2023)। সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাশ থেকে দশম শ্রেণি পাশ পর্যন্ত সকলেই আবেদনের যোগ্য।
বেতনঃ– ৮ হাজার থেকে ১৬ হাজার টাকা মাসিক বেতন। ডিউটি করতে হবে ৮ ঘন্টা।
বয়সঃ– ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
সুবিধাঃ– থাকার রুম ও সাইকেল ফ্রীতে দেওয়া হবে।

শূন্যপদঃ– মোট শূন্যপদ ২০০টি।কলকাতার গিরিশ পার্ক- ১০০ জন প্রার্থী,চিনার পার্ক- ১০০ জন প্রার্থী নিয়োগ করা হবে।
ডকুমেন্টসঃ– পাসপোর্ট সাইজের ফটো ৪কপি। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ও ব্যাঙ্কের পাশবই থাকতে হবে। পাশাপাশি স্মার্টফোন অবশ্যই থাকতে হবে প্রার্থীর।

কোনোরকম সমস্যা হলে যোগাযোগ করুন এই নাম্বারেঃ- 9088616469 (জয় স্যার)

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে নিচের দেওয়া লিংকে ক্লিক করে।

এরপর সেখানে, নাম,ঠিকানা, বয়স,ভোটার কার্ড,আধার কার্ড নাম্বার, যোগ্যতা,মোবাইল নাম্বার ইত্যাদি বসিয়ে দিয়ে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে। এরপর কোম্পানির তরফ থেকে আপনাকে যোগাযোগ করে নিয়োগ করবে।

ELASTIC RUN Delivery Boy Job From Fill Up Link:- ক্লিক

Official Notification Download:- ডাউনলোড

Related Articles

Back to top button