টেক টিপস

ঘরের নতুন লিস্ট 2022-23 আজকেই প্রকাশিত হলো,দেখুন নাম

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

প্রধানমন্ত্রী আবাস যোজনা এর মাধ্যমে বাড়ি বানানোর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়া যায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী আবাস যোজনা এর টাকা ৩ কিস্তিতে একাউন্টে আসে। প্রথম কিস্তি ৬০ হাজার টাকা, দ্বিতীয় কিস্তি ৫০ হাজার টাকা ও তৃতীয় কিস্তি ১০ হাজার টাকা।এইভাবে মোট ১২০০০০ টাকা আবেদনকারীর একাউন্টে চলে আসে।

যারা পাহাড় এলাকায় বসবাস করে তারা পেয়ে থাকেন ১ লক্ষ ৩০ হাজার টাকা।কিন্তু প্রশ্ন হলো নতুন লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা? কিভাবে আপনি চেক করতে পারবেন অনলাইনে মোবাইল এর মাধ্যমে। ইতিমধ্যেই নতুন ঘরের লিস্ট ২০২২-২৩ এর প্রকাশিত হলো।

প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট 2022-23 / PM Awas Yojana New List 2022-23

১) প্রথমে আপনাকে pmayg.nic.in এই ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Awaassoft অপশন থেকে Report এ ক্লিক করুন।
৩) এরপর F. E-FMS Reports অপশন থেকে Beneficiaries registered,accounts frozen and verified অপশনে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে কোন সালের লিস্ট দেখতে চান তা সিলেক্ট করুন, এরপর রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম, অঞ্চলের নাম তারপর নিচে উত্তর বসিয়ে দিয়ে সাবমিট করলেই নতুন লিস্ট চলে আসবে।

৫) এরপর সেখান থেকে রেজিষ্ট্রেশন নাম্বার, নাম, একাউন্ট নাম্বার ভেরিফাই হয়েছে কিনা তা দেখতে পারবেন।
৬) এরপর রেজিস্ট্রেশন নাম্বার টি লিখে রাখবেন ও নিকটবর্তী অঞ্চলে গিয়ে যোগাযোগ করবেন।
৭) এছাড়াও রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে আরও ডিটেইলস দেখতে পারবেন।
৮) এরজন্য Stakeholders থেকে IAY/PMAYG Beneficiary তে ক্লিক করুন।
৯) এরপর এখানে রেজিষ্ট্রেশন নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করতেই, সমস্ত ডিটেইলস দেখতে পারবেন।

PM Awas Yojana New List 2022-23 Check Link:- Click

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button