প্রাইমারি টেট ১১ ডিসেম্বর ২০২২, কিভাবে আবেদন করবেন ও যোগ্যতা দেখুন

Published By: MD 360 NEWS | Updated:
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

চাকরি প্রার্থীদের জন্য সুখবর, প্রাইমারি টেট পরীক্ষা ২০২২ এর নতুন নোটিফিকেশন প্রকাশিত হলো। ক্লাস ১ থেকে ৫ পর্যন্ত ক্লাসে শিক্ষকতা করার জন্য নতুন করে শিক্ষক শিক্ষিকা নিয়োগ এর অফিসিয়াল নোটিফিকেশন আজকেই প্রকাশিত করলো West Bengal Board Of Primary Education।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কারা কারা আবেদন করার যোগ্য? কিভাবে আবেদন করতে হবো? পরীক্ষা কবে? নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো….

পদের নামঃ– TET
শূন্যপদঃ– জানানো হয়নি এখনো।
যোগ্যতাঃ– primary tet eligibility criteria 2022
১) উচ্চ মাধ্যমিক পাশ ৫০% নাম্বার সাথে ২ বছরের Diploma In Elementary Education কোর্স থাকলে আবেদন করতে পারবেন।

অথবা,

২) ৫০% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ সাথে ৪ বছরের B.El.Ed কোর্স থাকলেও আবেদন করতে পারবেন।

অথবা,

৩) উচ্চ মাধ্যমিক ৫০% নাম্বার পেয়ে পাশ সাথে Diploma In Education কোর্স।

অথবা,

৪) গ্রাজুয়েশন ৫০% নাম্বার পেয়ে পাশ সাথে B.Ed কোর্স করা থাকলেও আবেদন করতে পারবেন।

নাম্বার ছাড়ঃ– যারা SC,ST,OBC,PH,EX Servicemen ইত্যাদি, তারা উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় ৫% নাম্বার কম পেলেও আবেদন করতে পারবেন। অর্থাৎ ৪৫% নাম্বার পেলেও আবেদন করা যাবে।

৫) এছাড়াও যারা ২ বছরের D.El.Ed কোর্স কিংবা D.Ed কোর্স কিংবা B.Ed কোর্স করছে বর্তমানে ফাইনাল পরীক্ষা দিয়েছে রেজাল্ট পাইনি তাঁরাও আবেদন করতে পারবেন। এছাড়াও ২০২০-২২ বর্ষের কোর্সের পড়ুয়ারাও আবেদন করতে পারবেন।

Primary TET 2022 Form Fill Up:- প্রাইমারি টেট ২০২২ ফর্ম ফিলাপ শুরু হবে অনলাইনে ১৪/১০/২০২২ থেকে।

আবেদন ফিঃ- ফর্ম ফিলাপ এর জন্য সাধারণদের জন্য ১৫০ টাকা, OBC দের জন্য ১০০ টাকা আর SC/ST/PH দের জন্য ৫০ টাকা লাগবে। যেটা অনলাইন এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।

আরও বিশদে জানতে নিচে দেওয়া নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো ভাবে বুঝে নিন।

Primary TET 2022 Notification Download Link:- Download

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক 

বিঃদ্রঃ- Md 360 News পোর্টাল আপনাদেরকে সদা সর্বদা নির্ভুল খবর দিয়ে থাকে। রাজ্য বা কেন্দ্র, দেশ কিংবা বিদেশের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট ও খবর সবার আগে দেখুন Md 360 News পোর্টালে। তবে মনে রাখবেন, Md 360 News পোর্টাল কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, তা সহজ সরল ভাষায় Md 360 News পোর্টালে আর্টিকেল আকারে তুলে ধরে থাকি। যাতে আপনারা সহজেই পশ্চিমবঙ্গের বিশ্বস্ত পোর্টালের(Md 360 News) মাধ্যমে, তা হাতের গোড়ায় পেয়ে থাকেন।
About Author