উচ্চ মাধ্যমিক পাশে সরাসরি চাকরি পরীক্ষা ছাড়াই, আজকেই আবেদন করুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

West bengal minorities Development & Finance Corporation এর তরফ থেকে উচ্চমাধ্যমিক পাশে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বয়স:-01/01/2022তারিখ অনুযায়ী 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে।

যোগ্যতা:-শিক্ষা গত যোগ্যতা-কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।সাধারণ কম্পিউটার নলেজ থাকতে হবে।(MS word,MS Excel, Power point,MS access, Internet).

তবে এক্ষেত্রে উল্লেখ্য যে, শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের(মুসলিম, শিখ, খ্রিস্টান,জৈন, বৌদ্ধ এবং পারসি) প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন।

নিয়োগের স্থান:-উত্তর দিনাজপুর জেলার Goalpukur-1 এবং Islampur block & Islampur Municipality

পদের সংখ্যা:-2টি

প্রয়োজনীয় নথিপত্র:-1.প্রার্থীর বায়ো ডাটা,

2.বিভিন্ন পরীক্ষার মার্কশিট সাথে দুই কপি পাসপোর্ট সাইজ ফটো(প্রার্থীর স্বাক্ষর সহ),

3.বয়সের প্রমাণ পত্র(মাধ্যমিকের এডমিট কার্ড অথবা জন্ম শংসাপত্র),

4.ভোটার কার্ড/আধার কার্ড/প্যান কার্ড ইত্যাদির মধ্যে যেকোনো একটির জেরক্স (প্রার্থীর স্বাক্ষর সহ),

5.দুই কপি পাসপোর্ট সাইজ ফটো

6. স্থানীয় বাসিন্দারাই আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতিঃ– সরাসরি ইন্টারভিউ এর দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্টস ও জেরক্স সাথে করে নিয়ে যেতে হবে। ইন্টারভিউ হবে ১৩/০১/২০২২। নিচে ঠিকানা দেওয়া রয়েছে।

আরও বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন ও হেল্প লাইন নাম্বারে(নোটিশে রয়েছে) যোগাযোগ করুন👇

ডাউনলোড লিংকঃDownload

 

Related News