চাকরি

মাধ্যমিক পাশে সরকারি চাকরি পরীক্ষা ছাড়াই, বেতন প্রায় ৩০ হাজার টাকা

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

চাকুরী প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগ এর নোটিশ প্রকাশিত হলো। রাজ্যের প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে,ডকুমেন্টস কি কি লাগবে, বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ- গ্রামীণ ডাক সেবক।
বেতনঃ– গ্রামীণ ডাক সেবক পদে BPM(Branch Postmaster) Category তে বেতন রয়েছে 12 হাজার থেকে 29,380 টাকা পর্যন্ত। আর ABPM(Assistant Branch Postmaster) ক্যাটাগরিতে বেতন রয়েছে 10 হাজার থেকে 24,470 টাকা পর্যন্ত প্রতি মাসে মাসে।
যোগ্যতাঃ– মাধ্যমিক পাশ থাকতে হবে। মাধ্যমিকে অঙ্ক ও ইংরেজি বিষয় থাকতে হবে। পাশাপাশি

 

i) Knowledge of computer
(ii) Knowledge of cycling
(iii) Adequate means of livelihood এর অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ– আবেদনকারীর বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতিঃ- আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য https://indiapostgdsonline.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। এরপর মোবাইল নাম্বার, জিমেইল আইডি, নাম,বাবার নাম,বয়স,মাধ্যমিকের মার্কশীট দেখে দেখে নাম্বার বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর রেজিস্ট্রেশন আইডি দিয়ে দ্বিতীয় ধাপে লগইন করে ঠিকানা বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
আবেদন ফিঃ– আবেদন ফি SC/ST/Female প্রার্থীদের দিতে হবে না,কিন্তু OBC/GEN দের ১০০ টাকা দিতে হবে,যা অনলাইনে পেমেন্ট করতে হবে।

অনলাইন আবেদন লিংকঃ-ক্লিক

 

আবেদনের শেষ তারিখঃ– ১১/০৬/২০২৩

আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া লিংক থেকে Notification Download করে দেখে নিনঃ

 

ডাউনলোড

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

Related Articles

Back to top button