অষ্টম শ্রেণি পাশে চাকরি ১৫ হাজার টাকা মাসে, ইন্টারভিউ দিয়ে শুধু

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্য স্বাস্থ্য পরিবহণ সংস্থা ও স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর এর তরফ থেকে চুক্তিভিত্তিক নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত করলো। ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ করা হচ্ছে Driver & Helper পদে। এখানে অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় যে কেউ আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, বেতন কি রয়েছে? নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– Driver
যোগ্যতাঃ– অষ্টম শ্রেণি পাশ থাকতে হবে। Heavy Driving Licence থাকতে হবে ও ২ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ– ২৫ থেকে ৫০ এর মধ্যে বয়স থাকতে হবে।
বেতনঃ– প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা করে।
শূন্যপদঃ– ২ টি।

পদের নামঃ– Helper
যোগ্যতাঃ– অষ্টম শ্রেণি পাশ থাকতে হবে। ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ– ২৫ থেকে ৫০ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
বেতনঃ– ১১ হাজার ৫০০ টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে।
শূন্যপদঃ– ২টি।

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে। নিচে দেওয়া আবেদন ফর্মটি ডাউনলোড করে ফিলাপ করে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এ সিগনেচার করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

ডকুমেন্টসঃ

১) Photo proof identity card (Passport or Voter ID card or AADHAAR Card or Pan Card)

২) Proof of Address (Passport or Voter ID Card or AADHAAR Card)

৩) Age Proof Certificate

৪) Copy of valid Driving License

৫) Educational/Technical qualification mark sheet /certificate

৬) Papers related to experience certified by the appropriate authorities

আবেদন ফর্ম জমা করার ঠিকানাঃ- Swasthya Paribahan Bhawan, S.H.T.O., 142, A.J.C. Bose Road, Kolkata-700014

শেষ তারিখঃ– ১২ জুলাই ২০২২। নিয়োগ করা হবে কলকাতার মধ্যে। ইন্টারভিউ ও ড্রাইভিং টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন ফর্ম ডাউনলোড লিংকঃ-

Download

https://md360news.com/category/job/

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক