উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনি এখানে আবেদন করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? ইন্টারভিউ কবে? নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো….

পদের নামঃ– Recovery Agent
যোগ্যতাঃ– উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে ও সাথে কম্পিউটার জানা থাকতে হবে।
বয়সঃ– বয়স থাকতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করা হবে ০১/০১/২০২২ অনুযায়ী।
আবেদনের শর্তঃ– সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শূন্যপদঃ– ১টি।
নিয়োগ পদ্ধতিঃ– ইন্টারভিউ এর মাধ্যমে।

আবেদন পদ্ধতিঃ- এখানে কোনোরকম আবেদন করতে হবে না আগে থেকে ও কেথাও পাঠাতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর দিন উল্লেখিত ঠিকানায় সমস্ত ডকুমেন্টস সহকারে উপস্থিত হতে হবে। আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া ফর্ম টি ডাউনলোড করে নিন।

ডকুমেন্টসঃ– ইন্টারভিউ এর দিন যে সমস্ত ডকুমেন্টস আনতে হবে-

১) BIO Data
২) অরিজিনাল সমস্ত মার্কশীট ও জেরক্স।
৩) বয়সের প্রমাণ পত্র
৪) অরিজিনাল পরিচয় পত্র (আধার /ভোটার কার্ড) ও জেরক্স।
৫) ২ কপি পাসপোর্ট সাইজের কালার ফটো।

নিয়োগ করা হচ্ছে কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ ও ২ নং ব্লকে। ও মুর্শিদাবাদের Domkal & Raninagar -I Block এ।

ইন্টারভিউ তারিখ ও জায়গাঃ- ১৯/১১/২০২২ & ১৭/১১/২০২২ ও AMBER, DD-27/E, Saltlake, Sector – 1, Kol-64

Cooch Behar Recruitment :- ডাউনলোড

Murshidabad Recruitment :- ডাউনলোড

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related News