মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ আপনার এলাকায়! দেখুন আবেদন পদ্ধতি?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যে আবারও নতুন করে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। আবেদন করার জন্যে দেখে নিন আজকের দেওয়া প্রতিবেদনে বিস্তারিত তত্ত্ব।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নিয়োগ করা হবে আশা কর্মী পদে। এই পদে কিন্তু আবেদন করতে পারবেন বিবাহিত কিংবা অবিবাহিত অথবা বিবাহ বিচ্ছেদ এরকম সকল নারী। দেখে নিন আবেদন করার জন্যে কি যোগ্যতা উল্লেখ করা হয়েছে, বয়স কত চাওয়া হয়েছে, বেতন কত দেওয়া হবে, আবেদন কিভাবে করবেন এবং আবেদনের শেষ তারিখ কত।

পদের নাম = আশা কর্মী (Asha Karmi)

যোগ্যতা = শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আপনি এই পদের জন্যে আবেদন করতে পারবেন।

বয়স : এই পদের জন্যে বয়স সীমা উল্লেখ করা হয়েছে 30 থেকে 40 বছর বয়স অবধি। এবং যারা SC/ ST রয়েছে তাদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে।

এই পদে আবেদন করার জন্যে আবেদন কারীকে যেখানে নিয়োগ করা হবে সেই এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে। আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া লিংক ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিন।

ডকুমেন্টস :

১) বয়সের প্রমাণ পত্র,

২) বসবাসের প্রমাণপত্র,

৩) বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্ন অথবা বিবাহের প্রমান পত্র,

৪) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র,

৫) ২ কপি পাসপোর্ট সাইজের কালার ফটো।

আবেদন পদ্ধতি : আবেদন করতে হবে অফলাইনে, এরজন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি A4 পেজে প্রিন্ট করে,তা সঠিকভাবে ফিলাপ করে ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। যে যে ব্লকে নিয়োগ করা হচ্ছে সেই ব্লকের BDO Office এ ফর্ম ও ডকুমেন্টস জমা করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে আরও বিস্তারিত দেখে নিন।

আবেদনের শেষ তারিখ : 05/01/2024

Notification Download Link:- Click