টেক টিপস

প্যান কার্ড বানান 2 মিনিটে ফ্রীতে অনলাইনে Pan Card Online Apply

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আজকে আমরা দেখে নিচ্ছি যে,কিভাবে আপনি খুব সহজেই প্যান কার্ড আবেদন করবেন অনলাইনে। আপনি খুব সহজেই এখন হাতের মোবাইল ফোব দিয়ে প্যান কার্ড বানাতে পারবেন ও সেটিকে ডাউনলোড করতে পারবেন। নিচের কয়েকটি ধাপ ফলো করলেই আপনি সহজেই প্যান কার্ড বানতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) প্রথমে আপনাকে Income Tax এর নতুন পোর্টাল e Filing 2.0 Portal এ আসতে হবে।

২) এরপর Instant e Pan Card অপশনে ক্লিক করতে হবে।

৩) এবার Get New e Pan Card অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে।

৪) পরবর্তী পেজে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে।

৫) এরপর আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড(OTP) পাঠাবে সেটি বসাতে হবে ও সাবমিট করতে হবে।

৬) এরপর পরবর্তী পেজে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেইলস চলে আসবে। এরপর আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে। করলেই আপনার প্যান কার্ডের আবেদন জমা পরবে।এরপর ১০ মিনিটের মধ্যেই আপনি প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন।

প্যান কার্ড ডাউনলোড পদ্ধতিঃ-
১) Instant e Pan Card অপশনে ক্লিক করুন।

২) এরপর Check Status/Download Pan Card এ ক্লিক করুন।

৩) এরপর আধার কার্ড নাম্বার বসিয়ে দিন।

৪) মোবাইলে OTP আসবে তা বসিয়ে দিন ও এগিয়ে যান।

৫) পরবর্তী পেজে প্যান কার্ড ডাউনলোড লিংক চলে আসবে,সেখান থেকে ডাউনলোড করে নিন।

৬) প্যান কার্ড ওপেন করতেই একটি পাসওয়ার্ড বসাতে বলবে।পাসওয়ার্ড হলো আপনার জন্মের তারিখ। উদাহরণঃ- 01/09/1999
Password:- 01091999

Pan Card Online Link:- 

Related Articles

Back to top button