প্রাইমারী টেট ২০১৭ কারা পাশ করলো দেখুন নাম লিস্টে ৯৮৬৯ জন
২০১৭ সালে টেট পাশ করেছিলেন ৯,৮৯৬ জন। আর ২০১৪ সালে টেট পাশ করেছিলেন ১ লক্ষ ২৫ হাজার জন।
আজকেই(সোমবার) রাতেই প্রকাশিত হলো প্রাথমিক টেট ২০১৭ সালের ফল। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন ২০১৭-র টেট-এর (West Bengal Primary Tet 2017 News Today) ফলাফল প্রকাশ করা হবে।
পরীক্ষার্থীরা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবেন, কারা কারা পাশ করলো ও কত নাম্বার পেয়ে।
এদিন সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি জানান, ২০১৭ সালে টেট পাশ করেছিলেন ৯,৮৯৬ জন। ২০১৪ সালে টেট পাশ করেছিলেন এক লক্ষ ২৫ হাজার জন।
Primary Tet 2017 Pass Candidate Pdf List Download:- Download
প্রাইমারি টেট ২০১৭ রেজাল্ট চেক অনলাইনেঃ-
১) প্রথমে আপনাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া আছে।
২) এরপর রোল নাম্বার ও জন্ম তারিখ বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৩) আপনার সামনে রেজাল্ট চলে আসবে।
Website Link:- Check
প্রাইমারি টেট ২০১৭ আরও নতুন নামের লিস্ট দিলোঃ দেখুন