রাজ্যে সরকারি চাকরি ৩২ হাজার টাকা মাসে আবেদন করুন সবাই
পশ্চিমবঙ্গে আরও একটি নতুন পদে ছেলে-মেয়ে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলো। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হচ্ছে লাইব্রেরিয়ান পদে।দেখুন কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বেতন কত করে? নিম্নে সমস্ত কিছু আলোচনা করা হলো….
পদের নামঃ– Librarian
শূন্যপদঃ– ৫টি।
বেতনঃ– প্রতি মাসে বেতন রয়েছে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত।
বয়সঃ– ০১/০১/২০২২ অনুযায়ী বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুয়ায়ী SC/ST/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
ডকুমেন্টস কি কি লাগবেঃ-
১) শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট।
২) ঠিকানার প্রমান এর জন্য আধার কার্ড কিংবা ভোটার কার্ড।
৩) জাতিগত শংসাপত্র(SC/ST/OBC) [যদি থাকে]
৪) কম্পিউটার সার্টিফিকেট।
৫) সম্পূর্ণ অর্থপ্রদান হিসাবে লাইব্রেরি প্রশাসনে অভিজ্ঞতার শংসাপত্রের অনুলিপি (অন্তত তিনটি)
কর্মচারী।
৬) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন সার্টিফিকেট/কার্ডের কপি (যদি থাকে)।
৭) একটি পাসপোর্ট আকারের রঙিন ছবি আলাদাভাবে, একটি স্ব-সম্বোধিত অফিসিয়াল খামে (25 সেমি x 10.5 সেমি) লাগানো। এবং 22/-(বাইশ) টাকার ডাকটিকিট।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে। পশ্চিম মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম টি ডাউনলোড করে ফিলাপ করে সমস্ত ডকুমেন্টস একসাথে করে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ– The District Library Officer, Paschim Medinipur, Office of the District Library Officer, At- DRDA Building
(2nd floor), Zilla Parishad Campus, Midnapore -721101. ১৫ জুলাই এর মধ্যে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Official Website:- Link
Application Form:- Download
Notification:- Download
আরও চাকরির আপডেটঃ- দেখুন
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক