চাকরি

মে মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন 2024! বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2024

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন। রাজ্য ও কেন্দ্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে বিভিন্ন দপ্তরে। যেখানে রাজ্যের সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা অনলাইন কিংবা অফলাইন পদভিত্তিক আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মে মাসে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে, তা নিম্নে আলোচনা করা হলো। নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা এই সমস্ত পদে আবেদন করতে পারবেন। দেখুন মে মাসে রাজ্যে ও কেন্দ্রে কি কি চাকরির ফর্ম ফিলাপ শুরু হয়েছে।

প্রথমঃ

পদের নামঃ– রাজ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ করা হচ্ছে Senior Research Fellow পদে।

বেতনঃ– বেতন রয়েছে এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের 35 হাজার টাকা করে।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন।

দ্বিতীয়,

পদের নামঃ– আয়কর দপ্তরে কর্মী নিয়োগ 2024 করা হচ্ছে, স্পেশাল পাবলিক প্রসিকিউটর পদে।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন। 

তৃতীয়,

পদের নামঃ– রাজ্যে আর্মি স্কুলে শিক্ষক নিয়োগ 2024।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন।

চতুর্থ,

পদের নামঃ– কলকাতায় কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ 2024। নিয়োগ করা হচ্ছে Advisor পদে।

বেতনঃ– কর্মরত চাকরি প্রার্থীরা এই পদে প্রতি মাসে 60 হাজার টাকা করে বেতন পাবেন।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন। 

পঞ্চম,

পদের নামঃ– Bank Of Board থেকে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে 2024। নিয়োগ করা হচ্ছে, Business Correspondent Supervisor(BC) পদে।

বেতনঃ– BC Supervisor পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন থাকবে, 10 হাজার টাকা করে কিংবা 15 হাজার টাকা করে।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন। 

ষষ্ঠ,

পদের নামঃ– POWERGRID কোম্পানির তরফ থেকে, যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে Company Secretary Professional পদে।

বেতনঃ– এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 30 হাজার টাকা থেকে শুরু করে 1 লক্ষ 20 হাজার টাকা পর্যন্ত।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন। 

সপ্তম,

পদের নামঃ– IRCON International Limited থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হচ্ছে Assistant Manager/HRM পদে।

বেতনঃ– Assistant Manager পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন থাকবে 40 হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 লক্ষ 40 হাজার টাকা পর্যন্ত।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন। 

অষ্টম,

পদের নামঃ- Kolkata Metro Rail Corporation Limited থেকে নিয়োগ করা হছে, রাজ্যের সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের General Manager (Signal & Telecom) পদে।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন।

অষ্টম,

পদের নামঃ- লিখিত পরীক্ষা ছাড়াই, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো IRCON এর তরফ থেকে।নিয়োগ করা হচ্ছে Work Engineer/Civil পদে চুক্তিভিত্তিক ভাবে যোগ্য প্রার্থীদের।

বেতনঃ– এই পদে বেতন রয়েছে 36 হাজার টাকা করে।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন। 

নবম,

পদের নামঃ– শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ কিংবা মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায়, নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি, গ্রুপ সি ও গ্রুপ বি পদে রাজ্যে।

বেতনঃ– প্রতি মাসে 17 হাজার টাকা থেকে 58 হাজার টাকা পর্যন্ত, পদ ভিত্তিক আলাদা আলাদা বেতন রয়েছে।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন। 

দশম,

পদের নামঃ– SSC অর্থাৎ Staff Selection Commission এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, ক্লার্ক, ডাটা এন্ট্রি সহ বিভিন্ন পদে।

বেতনঃ– এই সমস্ত পদে বেতন রয়েছে, 19 হাজার টাকা থেকে 92 হাজার টাকা পর্যন্ত।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন। 

একাদশ,

পদের নামঃ– Hindustan Aeronautics Limited(HAL) থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হচ্ছে Assistant Engineer পদে।

বেতনঃ– এই সমস্ত পদে, প্রতি মাসে 30 হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 লক্ষ 20 হাজার টাকা পর্যন্ত বেতন রয়েছে।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন। 

দ্বাদশ,

পদের নামঃ– RITES LIMITED এর তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, ইন্টারভিউ এর মাধ্যমে।Equipment Planning Expert, Senior Mechanical Engineer, Civil Engineer, Cost Expert, Senior ICT Engineer, Equipment Planning Expert – 2, Junior Design Engineer, CAD Draughtsman (Architecture), CAD Draughtsman (Structural), CAD Draughtsman (Electrical), CAD Draughtsman (Water Supply) সহ আরও কিছু পদে।

বেতনঃ– কোনো পদে 20 হাজার আবার কোনো পদে 30 হাজার থেকে শুরু করে 2 লক্ষ 60 হাজার টাকা পর্যন্ত।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন। 

ত্রয়োদশ,

পদের নামঃ– Railway Recruitment Boards থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নিয়োগ করা হচ্ছে Sub – Inspector পদে।

বেতনঃ– Railway Sub Inspector পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রতি মাসে থাকবে, Level – 6 অনুযায়ী 35 হাজার 400 টাকা করে।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন। 

চতুর্দশ,

পদের নামঃ– গ্রাম স্বরাজ যোজনায় কর্মী নিয়োগ করা হচ্ছে Accountant Cum IT Assistant পদে।

বেতনঃ– এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন থাকবে 20 হাজার টাকা করে।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন। 

পঞ্চদশ,

পদের নামঃ– Railway Recruitment Boards থেকে কনস্টেবল (Constable) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

বেতনঃ– Constable পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন থাকবে,প্রাথমিক বেতন 21 হাজার 700 টাকা করে।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন। 

ষোড়শ,

পদের নামঃ– Co-operative Bank এ নিয়োগ করা হচ্ছে, Office Attendant পদে।

বেতনঃ– Office Attendant পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে সর্বনিম্ন 16 হাজার 500 টাকা থেকে সর্বোচ্চ 44 হাজার 50 টাকা পর্যন্ত।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন। 

সপ্তদশ,

পদের নামঃ- পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

বেতনঃ– Level – 10 অনুযায়ী 32 হাজার 100 টাকা থেকে 82 হাজার 900 টাকা পর্যন্ত।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন।

অষ্টাদশ,

পদের নামঃ– উচ্চ মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগ করা হচ্ছে, Airport Ground Staff (CSA) পদে।

বেতনঃ– এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের বেতন রয়েছে প্রতি মাসে, 25 হাজার টাকা থেকে 35 হাজার টাকা পর্যন্ত।

বিস্তারিত দেখুনঃ- ক্লিক করুন। 

Khalek Rahaman

বিগত প্রায় আট বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে এমএ। তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট(চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) তাঁর নখদর্পণে রাখার চেষ্টা জারি আছে।

Related Articles

Back to top button